দামুড়হুদার চারুলিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে পিঠা উৎসব হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিভিন্ন ধরনের খেলাধুলা ও পিঠা উৎসব। ছাত্র-ছাত্রীরা পিঠার স্টোল তৈরি করেন সারি সারি ভাবে। শিক্ষক শিক্ষিকাগণের উপস্থিততে শিক্ষার্থীরা টেবিলে বিভিন্ন ধরনের পিঠাপুলি সাজিয়ে আনন্দমুখর পরিবেশ তৈরি করেছে। পিঠা আমাদের বাংলার ঐতিহ্যবাহী খাবার। এই সংস্কৃতিক বা পিঠা উৎসবে যারা অংশ নিয়েছেন তাঁরাই পিঠার সাথে নতুন করে ভালোবাসা তৈরি হয়েছে। বৃহস্পতিবার তারুণ্য ও পিঠা উৎসব অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও নাটুদা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম খান, তিনি বক্তব্যে বলেন দীর্ঘদিন বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর এবার প্রথম বারের মতো তারুণ্য উৎসবের সাথে পিঠা উৎসবের আয়োজন করা ভালো লক্ষনীয় একটি বিষয়। খুব সুন্দর আয়োজন হয়েছে ভবিষ্যতে আরও জাঁকজমক পূর্ণভাবে আয়োজন করা হোক এই প্রত্যাশা। এসময় অতিথি ছিলেন চারুলিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ফিরোজ আলী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজমআলী, বদিউজ্জামান, শফিকুল ইসলাম, আব্দুর জব্বার, মোকলেছুর রহমান, জসিম উদদীন, তোফাজ্জেল হোসেন, তাহমিমা খাতুন, নাসরিন আক্তার, শারমিন খাতুনসহ প্রমূখ।