১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও দেখা যায়নি। এ কারণে শনিবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। আর পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৩১ জানুয়ারি পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১ ফেব্রুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। উল্লেখ্য, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানদের কাছে শবে বরাত বা ‘সৌভাগ্যের রাত’ হিসেবে বিবেচিত। মুসলমানরা এ রাতে বাড়তি ইবাদত করে থাকেন।