1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
শনিবার, ২১ জুন ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনারোধে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পঠিত

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনারোধে মানববন্ধন

ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্থাপাড়ায় একদিনে ৬টি এবং এক সপ্তাহে ১৮টি সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ও সড়কে দেয়া বেড়িকেট সুবিধাজনক স্থানে স্থাপনের দাবীতে মানববন্ধন হয়েছে। শনিবার বিকেলে মহাসড়কের পাস্তাপাড়ায় গোবিন্দগঞ্জ এলাকাবাসীর আয়োজনে এই সামাজিক প্রতিবাদ ও মানববন্ধন অনুুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও গোবিন্দগঞ্জ ব্যবসায়ি শিল্প সমিতির সভাপতি এবং চামিং কেবল টিভ নেটওয়ার্কের স্বত্বাধিকারি সানোয়ার হোসেন দিপু, বিএনপি নেতা শাহজাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন ঢাকা-রংপুর মহাসড়ক ৬লেনে উন্নিতকরণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান পাস্থাপাড়া নামক স্থানে তেমন কোন শতর্র্কমূলক ব্যবস্থা ছাড়াই একটি সড়ক বেড়িকেট দেয়ায় গত ৭দিনে ১৮ দুর্ঘটনা ঘটেছে। আর গত ৪৫ দিনে এই স্থানে প্রাণহাণি ঘটেছে ৩ জনের। তাই অবিলম্বে সড়কে প্রাণহাণিসহ দুর্ঘটনারোধে রাতে এবং দিনে সিগন্যাল লাইট অথবা অন্যকোন ভাবে যানবাহনের চালকদের শতর্ক করার জন্য ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। আগামী ২৪ ঘন্টার মধ্যে এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে, আর যদি দুর্ঘটনা ঘটে, তাহলে সচেতন নাগরিক সমাজের পক্ষে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2025 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!