চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা বিএনপির সভাপতি এম. মজিদুল হক ইউনিয়ন কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার বিকেলে নাচোল হাটচাতালে বিএনপির দলীয় কার্যালয়ে নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম. মজিদুল হক লিখিত বক্তব্যে বলেন, ইউনিয়ন পর্যায়ে ৪ নং নেজামপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে সৎ, যোগ্য ও জাতীয়তাবাদের অনুগত কর্মীকে কমিটিতে রাখা হয়েছে। কিন্তু নেজামপুর ইউনিয়ন বিএনপির কিছু নেতা-কর্মী দলের আদর্শ ও নীতি বহির্ভূত কাজে জড়িত থাকার কারণে প্রস্তাবিত ইউনিয়ন বিএনপির কমিটিতে রাখতে পরেননি। তবুও সম্প্রতি নেজামপুর ইউনিয়নের কিছু নতা-কর্মী তাঁর বাড়িতে উপস্থিত হলে তাদের সাথে শান্তিপূর্ণভাবে আলোচনা করে সমাধান করা হয়। ওইসময় কে বা কাহারা আলোচনার সময় গোপনে ভিডিও করে ও বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে। এতে করে তার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে ও জনমনে নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি ওই ভিডিওটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপণ করেছেন।