বগুড়ার আদমদীঘিতে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল থাকা ৩ বন্ধু নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টায় উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশ হাটি নওগাঁ-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া এলাকার মনসুর আলীর ছেলে মিথুন প্রামানিক (১৮), দুপচাঁচিয়া উপজেলার ছোটধাপ এলাকার জিয়াউর রহমানের ছেলে শাহ নেওয়াজ (১৮, দুপচাঁচিয়া উপজেলার কোনকায় ভাটাহার গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন মন্ডল। নিহতরা দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহত আল হোসাইনের ভাই আল হাসান বলেন, রবিবার বিকেলে তিন মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যায়। রাতে ফেরার পথে বাঁশহাটি অতিক্রমকালে ট্রাকের সঙ্গে ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসআই আজিমুল হক জানান, এক মোটরসাইকেলে তিনজন আসার সময় একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি।