চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব একুশে বইমেলা, তারুণ্যের উৎসব উদ্যোক্তা মেলা ও তারুণ্য মেলা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, ডা. রবিউল ইসলাম, সাংবাদিক আহসান হাবিব, সাংবাদিক একেএস রোকন, অধ্যাপক সাইদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাইয়াজ রহমান তনয় ও সাইমুন সাদাবসহ অন্যরা। সভায় জানানো হয়, আগামী ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব একুশে বইমেলা, তারুণ্যের উৎসব উদ্যোক্তা মেলা ও তারুণ্য মেলা অনুষ্ঠিত হবে। তিনটি মেলা উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।