চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাসস্ট্যান্ডে যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে রাস্তার উপর অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও কিছুক্ষণের মধ্যেই পূণঃদখল করেছে অস্থায়ী দোকানীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নীলুফা সরকার। এসময় উপজেলা প্রকৌশলী(এলজিইডি) সাহিনুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী খাইরুল ইসলাম,
সহকারী প্রকৌশলী আবু সায়েম, ওয়াটার সুপার মোহাম্মদ আলী ও লাইসেন্স পরিদর্শক আহসান হাবিবসহ উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। তবে উচ্ছেদ অভিযান পরিচালনার কিছুক্ষণ পরেই উচ্ছেদকৃত স্থানে অস্থায়ী বিক্রেতারা পূণরায় তাদের জায়গা দখল করে নেয়। উল্লেখ্য,
বহুদিন ধরে নাচোল বাসস্ট্যান্ড মোড়ের দুই পাশেই সাধারণ লোকের ভোগান্তি উপেক্ষা করে অবৈধভাবে কিছু অস্থায়ী দোকানীরা তাদের দৈনন্দিন বেচাকেনা করে আসছে। কার্যত বহুদিন ধরে এমন অভিযানের অপেক্ষা করছিলেন ভোগান্তিতে পড়া সাধারণ জনগণ, কিন্তু এ সফলতা বেশিক্ষণ স্থায়ী হয়নি! স্থায়ীভাবে নাচোল বাসস্ট্যান্ডে যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণের দাবী ভূক্তভোগী সাধারণ মানুষের।