রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’—প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রুয়েট কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র্যালিতে অংশ নেন শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রন্থাগার চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহবুবুল আলমসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শাখা ও দপ্তর প্রধানগণ। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে গ্রন্থাগার বিষয়ে সচেতনতা মূলক আলোচনা ও বই পড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়।