‘বন্ধু আমরা ৮৮, সুখে দুঃখে পাশাপাশি’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে এস.এস.সি ৮৮ ব্যাচের সহপাঠীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বন্ধু মিলন মেলা। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে বন্ধু মিলন মেলায় দিনভর ছিল নানান আয়োজন। সকালে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা ও স্মৃতিচারণ। আমিনুল হক আবীর ও রোখসানা আহমেদ হীরার উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য সারা বাংলা ৮৮’র চাঁপাইনবাবগঞ্জ কো-অর্ডিনেটর কামরুল হাসান জুয়েল। বক্তব্য রাখেন, ঢাকার বন্ধু আব্দুর রহমাম মুন্সি, নারায়ণগঞ্জের গোলাম জাকারিয়া, মুন্সিগঞ্জের মোহাসিন দেওয়ান লিটন, দিনাজপুরের জুয়েল, ফরিদপুরের পলাশ, কনা মমো, আব্দুল কাদির, চাঁপাইনবাবগঞ্জের শহীদুল হুদা অলক, শরিফুল ইসলাম শরিফ, মনোয়ার আলী মিন্টু, শওকাত হোসেন, সাইফুল ইসলাম তনু, প্রকৌশলী নাইমুল ইসলাম, অধ্যক্ষ সারওয়ার হোসেন, তাসির, নাইমুল ইসলাম, বিপ্লব, জসিম, সোহেল, মনি মিয়া। বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ৮৮’র বন্ধু বাবুল রেজাসহ ঢাকার ও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। পরিবেশিত হয় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরাও। পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বন্ধু মিলন মেলায় চাঁপাইনবাবগঞ্জের দু’শতাধিক এসএসসি ব্যাচের সহপাঠীরা অংশ নেন।