অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোলাম রাব্বানী নাটোরের সিংড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। গ্রেপ্তারকৃত গোলাম রাব্বানী সিংড়া পৌর এলাকার শোলাকুড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সিংড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আসমাউল হক বলেন, ২০২৪ সালে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।