রাজশাহী সিটি প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক মরহুম আব্দুল্লাহ আল মাহমুদ বাবলুর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। ক্লাবের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্যের সঞ্চালনায় সভায় আব্দুল্লাহ আল মাহমুদ বাবলুর কর্মময় জীবনের উপর স্মৃতি চারণ করেন ক্লাবের সদস্যগণ। অনুষ্ঠানে আব্দুল্লাহ্ আল মাহমুদ ছাড়াও ক্লাবের সাবেক সভাপতি মরহুম শাহ আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মরহুম সাইফুল ইসলাম মাখন, রাজশাহী সিটি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ ফজলুল করিম বাবলু, ক্লাব সদস্য মরহুম আবুল হোসেন মালেক, মরহুম ডা: মোজাহার হোসেন বুলবুল, মরহুম আকরাম হোসেন ও মরহুম এ্যাডভোকেট শফিউল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় অসুস্থ ক্লাব সদস্য সরদার আব্দুর রহমান, সোনা চৌধুরী ও এখন টিভির স্টাফ রিপোর্টার মাসুমা ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ মাসুমা ইসলামের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। শনিবার রাজশাহী সিটি প্রেসক্লাব সদস্য ডা: নাজিব ওয়াদুদ এর শাশুড়ী মানজিলা বেগম ইন্তেকাল করায় তার বিদেহী আত্মারও মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শনিবার বাদ আসর স্মরণ সভা ও দোয়া মাহফিলে আনুষ্ঠানিক ভাবে দোয়া পরিচালনা করেন সোনাদীঘি মসজিদের পেস ইমাম হাফেজ মোঃ ইসমাইল হোসেন।