রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিভাগীয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। প্রধান অতিথি মিজানুর রহমান মিনু বলেন, ‘আরাফাত রহমান কোকো শুধু একজন ক্রীড়াবিদ ছিলেন না, তিনি ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষক হিসেবেও দেশের খেলাধুলার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের ধারা অব্যাহত ছিল। তিনি আরও বলেন, ‘বিএনপির শাসনামলে দেশের খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন করা হয়েছিল। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহীর খেলাধুলার বিকাশে আরও ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হবে। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের রাজশাহী শাখার আহ্বায়ক মোজাদ্দেদ জামানী সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, ঢাকা মহানগর (উত্তর) বিএনপির দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, বগুড়া জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সৈয়দ এনামুল হক দেওয়ান সজল, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য সুলতানুল আলম তারেক প্রমুখ। টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপনা সদস্য হাসিবুল আলম শাওন, ক্রিকেটার মায়শুকুর রহমান, জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হকসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১০ দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। আগামী ২৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে বাস মালিক সমিতি দল ও কুমারপাড়া রাইডার্স পরস্পরের মুখোমুখি হয়।