উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক ভোট সম্পূর্ণ হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৩০২ জন ভোটের মধ্যে ২৮৬ জন ভোটার ভোট প্রয়োগ করেন। দুইটি প্যানেলে ৩৪ জন প্রার্থী প্রতি দন্দ্বিতা করেন। সন্ধ্যা সাড়ে ৭ টায় সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আইনজীবী গোলাম মোস্তফা ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত সদস্যরা হলেন। মোঃ একরামুল হকে প্যানেলের একরামুল হকেসহ ১৫ সদস্য এবং মোঃ আবু তালেব প্যানেলের আবু তালেবসহ-২ জন বিজয়ী হন। ফলাফল ঘোষণার সাথে সাথে বিজয়ীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।