নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, আইশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবীতে বিশাল জনসভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আয়োজনে বুধবার বিকেলে পৌর এলাকার হেফজুল উলুম ফায়েজা খানম কামিল মাদ্রাসা মাঠে এই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি মোঃ হারুনুর রশীদ। চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর কবির ও সাইদুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক ও মইদুল ইসলাম, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিউল হক সোহেল, স্বেচ্ছাসেবক নেতা সামিউল ইসলাম পলাশ, সদর উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রানীহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান ও সাবেক সহ-সভাপতি মীম ফজলে আজিম। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা তাসেম আলী, আহসান হাবিব, স্বেচ্ছাসেবক নেতা শাহীন আক্তার, ব্যবসায়ী ফারুক হোসেন। এসময় বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।