তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘এসো দেশ বদলায়-পৃথিবী বদলায়’ স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে উদ্ভাবনী ধারণা উপস্থাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের হল রুমে। বুধবার জেলা প্রশাসনের আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই অনুষ্ঠান হয়।
আইসিটি অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় তারুণ্যের উৎসব নতুন বাংলাদেশ গড়ার লক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার। সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ আব্দুল আলিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। জেলা পর্যায়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে তথ্য প্রযুক্তি ও আইসিটি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ভোলাহাট উপজেলার ভোলাহাট মহবুল্লাহ মহাবিদ্যালয়, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়, ভোলাহাট রামেশ্বর পাইলট ইন্সটিটিউশন। গোমস্তাপুর উপজেলার রহনপুর মহিলা কলেজ, রহনপুর মোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়।
নাচোল উপজেলার নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়, নাচোল কৃষি ডিপ্লোমা কলেজ, নাচোল খ.ম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা, দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়, রানীহাটি আই এম উচ্চ বিদ্যালয় এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নবাবগঞ্জ সরকারি কলেজ, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ, নবাবগঞ্জ সিটি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, হরিমহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,চরমোহনপুর উচ্চ বিদ্যালয়, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় ও ফুলকুড়ি ইসলামিক একাডেমি। জেলা পর্যায়ে তারুণ্যের উৎসব উদযাপনে প্রথম স্থান অধিকার করে নবাবগঞ্জ সরকারি কলেজ। দ্বিতীয় স্থান অধিকার করে হরিমহন সরকারি উচ্চ বিদ্যালয়। এবং তৃতীয় স্থান অধিকার করে রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ।