গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের-২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি সৈয়দা ইয়াসমিন সুলতানা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফিরোজ আলম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোকাররম হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষক রুবিলা ইয়াসমি সাথী। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-নতুন ও বিদায়ী শিক্ষার্থীগন বক্তব্য রাখেন। শেষে দোয়া অনুষ্ঠান হয়।