সুস্থ থাকতে, ব্যাক্তিগত পরিছন্নতা সম্পর্কে সচেতনতাকে গুরুত্ব দিয়ে, শিক্ষার্থীদের মাঝে সচেতনা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে ব্যাক্তিগত পরিছন্নতা বিষয়ক স্বাস্থ্য সচেতনতা মূলক বিশেষ কর্মশালা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মশালায় নারী শিক্ষার্থীদের ব্যাক্তিগত পরিছন্নতা সম্পর্কে ধারনা দেন গাইনি বিশেষজ্ঞ ড. জান্নাতুল ফেরদৌস সোনিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এসএমসির কর্মকর্তা মুহম্মদ হাবিবুর রহমান। চাঁপাইনবাবগঞ্জে চলমান চার দিনের গার্ল ইন স্কাউটের উপদল নেতা কোর্সের দ্বিতীয় দিনে কর্মশালার আয়োজন করা হয়। বুধবার সকালে প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে শুরু হয়, কোর্সের দ্বিতীয় দিনের কার্যক্রম। এতে দড়ির বিভিন্ন কাজের দক্ষতা অর্জন করেন শিক্ষার্থীরা। এছাড়াও শেখানো হয় প্রতিকুল পরিবেশে বিভিন্ন বাধা অতিক্রম করে এগিয়ে চলার কৌশল ও প্রাথমিক চিকিৎসায় করনীয় সম্পর্কে। এতে অংশ নেতা হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী উনাইশা মাহজুবা, অনেক কিছুই জানতে পেরেছি, বয়সন্ধিকালের পরিবর্তনসহ ব্যাক্তিগত পরিছন্নতার বিষয়গুলো খুব সহজ ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে।
চার দিনের এ কোর্সে আমরা স্কাউটিং এর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছি, হাতে কলমে এ শিক্ষা আমাদের আগামী দিনে নিজ নিজ দল পরিচালনার ক্ষেত্রে ভুমিকা রাখবে। ভোলাহাট উপজেলার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ও ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপের সদস্য সাহিদা খাতুন বলেন আজকের অনেক মজা হয়েছে, অনেক ভালো লেগেছে, অনেক কিছুই শিখতে পেরেছি। চাঁপাইনবাবগঞ্জের আলীনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী ইসরাত জাহান জানান, আমরা হাইজিনের অনেক বিষয় জানতাম না, আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি, এর মাধ্যমে আমরা সবাই উপকৃত হব। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর আয়োজনে চার দিনের গার্ল ইন স্কাউটের উপদল নেতা কোর্সে অংশ নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী। কোর্সের প্রশিক্ষকের দ্বায়িত্বে আছেন, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ, স্কাউট লিডার গোলাম সারওয়ার, রিনা আখতার জাহান, রোভার সাব্বির, মামুন, সোনিয়া। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ জানান, উপদল নেতা কোর্স সম্পন্নকারী স্কাউট সদস্যরা আগামীতে তাদের দল পরিচলনার দক্ষতা অর্জন করবে। যা গার্ল ইন স্কাউটের কার্যক্রমকে গতিশীল করতে ভূমিকা রাখবে।