চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়- ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ডিআইজি মোহাঃ আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক মোঃ শহিদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। অতিথি ছিলেন স্থানীয় শিক্ষানুরাগী গোলাম মোস্তফা, মোহাঃ শফিকুল ইসলাম, প্রফেসর মোঃ ইব্রাহীম হোসেন, মোঃ বোরহান উদ্দিন, সাবেক কাউন্সিলর মইদুল ইসলাম ও তৌহিদুল ইসলামসহ অন্যরা। এসময় রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ, অভিভাবকগণ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৫৬৩ জন। এর মধ্যে এবছর এস.এস.সি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৮ জন এবং ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হয়েছে ১১৪জন শিক্ষার্থী। শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন অতিথিগণ।