গোমস্তাপুর উপজেলার রহনপুর জ্ঞানচক্র একাডেমীর আয়োজনে ২০২৫ সালের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। রহনপুর জ্ঞানচক্র একাডেমীর পরিচালক সারওয়ার হাবিব এর সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রফেসর ডাঃ মুঃ খলিলুর রহমান। রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক (গণিত) তোজাম্মেল হোসেন প্রমূখসহ আরও উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।