চাঁপাইনবাবগঞ্জ সদরের সাহিত্য সাংস্কৃতিক সংগঠন হৃথিবী রথের ২০০তম পাঠচক্রের আসর হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কবি, লেখক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীর উপস্থিতিতে এ অনুষ্ঠান হয়। এসময় গান ও সাহিত্যপাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হৃথিবী রথের আহ্বায়ক কবি আনিফ রুবেদ। তিনি জানান, ২০১৮ সালের ৩০শে নভেম্বর ‘পৃথিবী থেকে হৃথিবীর দিকে’ স্লোগান নিয়ে কার্যক্রম শুরু করে হৃথিবী রথ। হৃদয় ও পৃথিবী যোগ করে হয়েছে হৃথিবী। সেখানে যাওয়ার বাহন হচ্ছে জ্ঞানচর্চা যা রথ শব্দ দিয়ে বুঝানো হয়েছে।
২০১৮ সালে তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের উপন্যাস ‘কবি’ গ্রন্থ দিয়ে পাঠচক্র শুরু হয়। প্রতি সপ্তাহে বাংলাসাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক যেমন, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, শহিদুল জহিরসহ নতুন তরুণ লেখকদের বইও আলোচনা করা হয়েছে। বিদেশী ধ্রুপদী সাহিত্যের বই নিয়েও পাঠচক্র হয়েছে অনেকগুলো। যেমন, ম্যাক্সিম গোর্কি, নিকোলাই গোগল, ইভান বুনিন, জালালুদ্দিন রুমি, হাফিজ, কাহলিল জিবরান, মাহমুদ দারবিশসহ অনেক লেখকের গুরুত্বপূর্ণ বই। ২০০তম পাঠচক্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত সঞ্চিতা গ্রন্থের পাঠ আলোচনা করেন হৃথিবী রথের অন্যতম সদস্য বাচিকশিল্পী আশরাফুল ইসলাম।
পাঠ আলোচনা পরবর্তী আলোচনায় অংশ নেন কবি কামরুল আজাদ, কবি-ছড়াকার ডা. আব্দুস সামাদ ও প্রবীণ সাংবাদিক শামসুল ইসলাম টুকু। অনুষ্ঠানে বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন কবি রুদ্র বারী। স্বরচিত কবিতা পাঠ করেন, কবি সুমন রেজা, মারুফুল হাসান, নিয়াজ কমল, রেহানা বীথি, নাহিদুল হক, রুদ্র বারী, করিম মোল্লা, এইচ এম এল রাজু, প্রসেনজিৎ কুমার কুণ্ডু ও সায়েরা খাতুন। সংগীত পরিবেশন করেন, অনন্যা, কাওসার রিপন, তন্বী বিশ্বাস, অলিউল আজিম ও নিয়ামত আলী।