চোরাচালান বিরোধী অভিযানে জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউপির ঝাইলপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানকৃত ৩০টি ভারতীয় মোবাইল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের ঝাইলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ ও চোরাচালানকৃত ৩০টি ভারতীয় মোবাইল উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে মোবাইল গুলো চোরাচালানের উদ্দেশ্যে সীমান্তের নিকটবর্তী চরে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্তে অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদিপশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে বলেও জানান চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান পিএসসি।