বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল “জাতীয় নাগরিক পার্টি-এনসিপি” এরই মধ্যে শীর্ষ নেতাদের নাম চূড়ান্ত হয়েছে। দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনকে রেখে দলের কমিটির শীর্ষ পদে আছেন ১১ জন। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ওই ১১ জনের নাম নিশ্চিত করেছেন। এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্বে তরুণ ছাত্রনেতা নাহিদ কদিন আগেই অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা নাহিদ ইসলাম ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।
সদস্যসচিব পদে নাম আসা আখতার হোসেন হলেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আখতার হোসেনের গড়া গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতৃত্বে গঠিত একটি প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মের নেতৃত্বে সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী যোগ দিয়েছিলেন এবি পার্টিতে। পরে তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দায়িত্ব নেন। তিনি হচ্ছেন নতুন দলের মুখ্য সমন্বয়কারী। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েত করে এই দলের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে আওয়ামী লীগ-জাপা বাদে সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হয়। এদিকে, বিএনপি, জামায়াতে ইসলামীসহ ছাত্র-জনতার অভ্যুত্থানের শরিক ৩৬ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের। তবে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ ও ১৪ দলের শরিক এবং জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি।