চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাজারে কয়েকটি ককটেল বিষ্ফোরণ হয়েছে। এঘটনায় হামলায় বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া বাজারে এই হামলার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান। এঘটনায় রাতে ৪জনকে আসামী করে একটি মামলা দায়ের হয় সদর থানায়। রাতভর চেষ্টা চালিয়ে মামলার এজাহার নামীয় ৩নম্বর আসামী সাকিব কে গ্রেফতার করা হয়েছে। সাকিব বারঘরিয়া ইউনিয়নের লক্ষিপুরের আব্দুল জাব্বারের ছেলে। হামলায় আহত হয়েছেন, বারঘোরিয়া ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, বারঘোরিয়া বাজার এলাকার সাকিম আলী, চামাগ্রামের নাজমুল হক, বেতবাড়িয়ার রহমত আলী ও লক্ষ্মীপুরের শিহাব উদ্দীনসহ আরও একজন। এঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা। সদর থানা পুলিশ জানায়, রাতে চেয়ারম্যান হারুনসহ আরও কয়েকজন বারঘোরিয়া বাজারে বসেছিলেন। এসময় তাদের ওপর অতর্কিতভাবে ককটেল হামলা হয়। হামলায় ৫ জন আহত হন। তবে স্থানীয় একটি সুত্র জানায়, ককটেল হামলায় চেয়ারম্যান হারুন আহত হননি। তাকে উঠিয়ে নিয়ে গিয়ে মারধরের কারণে তিনি আহত হয়েছেন এবং তাঁর বাম হাতে চরম আঘাত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হারুন অর রশিদকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হলে কতর্ব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
আহত চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, হামলায় নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রাকিব। তাঁকে লক্ষ্য করেই ককটেল হামলা চালানো হয়েছে। ককটেল বিস্ফোরণের পর লাঠিসোটা দিয়ে মারধর করা হয় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আনোয়ার মাহমুদ জানান, আহত ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে হারুন-অর-রশিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাজারে কয়েকটি ককটেল বিষ্ফোরণ হয়েছে। পূর্ব শত্রুতা ও আধিপাত্য বিস্তারের জেরে এঘটনায় হামলায় বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া বাজারে এই হামলার ঘটনার বিষয়টি নিয়ে রাতে ৪জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়। রাতভর চেষ্টা চালিয়ে মামলার এজাহার নামীয় ৩নম্বর আসামী সাকিব কে গ্রেফতার করেছে পুলিশ। সাকিব বারঘরিয়া ইউনিয়নের লক্ষিপুরের আব্দুল জাব্বারের ছেলে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে। এদিকে, হঠাতই রাতে ককটেল বিস্ফোরণে গোটা বারোঘরিয়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিগবিদিক ছোটাছুটি শুরু করে। এলাকার সকল দোকান মুহুর্তে বন্ধ করে সবে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।