কবি ও ছড়াকার সফিউল্লাহ আনসারীর ছোটদের ছড়াগ্রন্থ ‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৮ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে গ্রন্থমেলার মোড়ক উন্মোচন মঞ্চে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, শিক্ষক নূর মোহাম্মদ সরকার সাগর, কাব্যকথা’র কর্ণধার জালাল খান ইউসুফী, কবি এরশাদ আহাম্মেদ, রিদুয়ানা ইসলাম রুহামা, খালিদ জামিল কাব্য, জাসাস নেতা (মহানগর দ:) আবদাল তালুকদার, কবি জীহাদ চৌধুরী প্রমুখ। তারিক হাসানের উপস্থাপনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা ‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’ বইটির বহুল প্রচার কামনা করেন। সাংবাদিক, কবি ও ছড়াকার সফিউল্লাহ আনসারীর বইটি কাব্যকথা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান স্টল নং ৭৩৫ ও বাংলা একাডেমি চত্বর জাসাস এর স্টল নং ১০৮৪-৮৫ এ বইটি বিক্রি হয়।