রাজশাহীর বাগমারায় আসন্ন পবিত্র রমজান মাসে দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধসহ সকল প্রকার বেহায়া ও বেহালাপনা পরিহারের আহব্বান জানিয়ে শুক্রবার বিকেলে এক র্যালি উপজেলা সদর ভবানীগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেউলিয়া বাস স্ট্যান্ডে মিলিত হয়। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ বাগমারা শাখার উদ্যোগে আয়োজিত র্যালিতে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কর্মীসহ সাধারণ মুসল্লী যোগ দেয়। ব্যানার ও ফেষ্টুন নিয়ে মুসল্লীরা পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। তালে তালে মুসল্লীরা বলতে থাকেন-রমজানে দিনে খাবার হোটেল বন্ধ থাকবে, প্রকাশ্যে দিনে বিড়ি-সিগারেট খাওয়া বন্ধ থাকবে, বেহায়া ও বেহালাপনা বন্ধ হোক, রোজায় নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে, নিয়মিতান্ত্রিক ভাবে প্রশাসনের বাজার মনিটরিং করতে হবে। এছাড়া বড় অক্ষরে ব্যানারে লেখা ছিল- রমজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন। ব্যবসায়ে প্রতারণা এবং এবং মাপ ও ওজন কম দেওয়া থেকে বিরত থাকুন। অন্য মাসের তুলনায় এ মাসে কম লাভ করুন। র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মেহেদী হাসান, রায়হান, মাওলানা জাহাঙ্গীর আলম, আব্দুল মুমীন, ক্বারী মকলেছুর রহমান, বেলাল বিন আছিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।