জেলা প্রশাসন ও বিসিক চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে জেলা স্টেডিয়ামে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী হয়েছে। শুক্রবার বিকেলে মেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপনী অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশ নেয়া স্টলগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করে পুরস্কার তুলে দেয়া হয়। মোট ৬০ টি স্টলের মধ্যে ‘বরেন্দ্র কৃষি উদ্যোগ’ ও ‘শুদ্ধ’ প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় হয় ফজলি-৭।
‘বরেন্দ্র কৃষি উদ্যোগ’ ও ‘শুদ্ধ’ এর স্বত্বাধিকারী কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক বলেন, আমরা দীর্ঘদিন থেকেই কৃষি ও কৃষি পণ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের পণ্য নিয়ে বিসিক মেলায় অংশ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বরেন্দ্র কৃষি উদ্যোগের অর্জন দিয়ে সুন্দর একটা যাত্রা শুরু হলো, আমরা এবারও বিসিক উদ্যোক্তা ২০২৫ মেলায় প্রথম স্থান অধিকার করেছি। এই অর্জন বরেন্দ্র কৃষি উদ্যোগের ও শুদ্ধর সম্মানিত মালিকগণ এবং আমাদের পুরো টিমের জন্য অনুপ্রেরণা। আমাদের সকল শুভাকাংক্ষী ও ভোক্তাদের কাছে দোয়া কামনা করছি।
বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেনের সভাপতিত্বে বিসিক উদ্যোক্তা মেলার সমাপনীতে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, বিসিক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (বিপনন বিভাগ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাকিব হাসান তরফদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম।
এসময় মেলায় অংশ গ্রহণকারী উদ্যোক্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, ১০দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলায় প্রায় ৩৬ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। ৬০টি স্টলে দশদিনের মেলাটিতে খাদ্যপণ্যের পাশাপাশি বিভিন্ন সামগ্রী বিক্রি করেন উদ্যোক্তারা। এছাড়া অনলাইনে ও অফআইনে উদ্যোক্তারা অগ্রীম অর্ডার পেয়েছেন ৮ লাখ টাকার।
উল্লেখ্য, তারুণ্যের উৎসবের অংশ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের নিয়ে ১৯ ফেব্রুয়ারি মেলার আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন-বিসিক। উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রির পাশাপাশি মানুষের মাঝে পরিচিত করতে পারে।