জামালপুরে বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীবাহী ওই বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক। রোববার (২ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফপুর চেয়ারম্যান বাড়ির মোড়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজন মারা যান। বাকি তিনজনের অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। এঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
জামালপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হানিফ উদ্দিন বলেন, সকালে প্রথমে একবার বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বাসের তেলের লাইন থেকে আবারো আগুন ধরলে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক সাংবাদিকদের বলেন, বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ জামালপুর জেনারেল হাসাপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।