চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ‘তোমার আমার বাংলাদেশে-ভোট দিব সবাই মিলেমিশে’- এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে রবিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জাতীয় ভোটার দিবস উপলক্ষে পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার শাহ্ মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রণিসম্পদ কর্মকর্তা শাহদাত হোসেন,ছাত্র সমন্বয়ক শাহাদাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করে।