প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে রবিবার পূর্ণদিবস কর্মবিরতি করেছে বিসিএসের ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। কর্মবিরতির অংশ হিসেবে বিভিন্ন দপ্তরের সামনে কালো ব্যাজ পরে কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা গেছে। এর ফলে দপ্তরগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান করেন স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও শিক্ষা ক্যাডাররা। এসময় স্বাস্থ্য ক্যাডারের মধ্যে বক্তব্য রাখেন ২৫০ শষ্য বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সামাদ, ডা. মোঃ ইসমাইল হোসেন,
ডা. মোঃ মাহফুজ রায়হান, শিক্ষা ক্যাডারের মোঃ মোস্তাফিজুর রহমান, মৎস্য ক্যাডারের ড. এলিজা খাতুন ও কৃষি ক্যাডারের শামিম ইকবালসহ অন্যরা। সম্প্রতি ফেসবুকে লেখালেখির মতো তুচ্ছ কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার ২৫ ক্যাডারের ন্যায্য দাবি আদায় ও জনপ্রশাসন সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা গ্রহণ করেছেন বলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ দাবি করেন।