খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হুদুবুনিয়া গ্রাম থেকে ৮ কেজি হরিণের মাংসসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদী পুলিশ ক্যাম্পের এসআই মনির হাওলাদার ও এএসআই মো. আব্বাস উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে হুদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডলের বসতবাড়ি থেকে হরিণের মাংস উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, হুদুবুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের ছেলে প্রভাশ মন্ডল (৪৮) এবং অসিত কুমার সানার ছেলে দেবদাস সানা (২০)।আমাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মনির হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী উদ্ধারকৃত মাংস বিনষ্ট করা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবনের আশপাশের এলাকায় অবৈধভাবে হরিণ শিকারের প্রবণতা দীর্ঘদিন ধরে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন বিভাগের অভিযানের পরও এ ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে কয়রা থানার ওসি জানান, বন্যপ্রাণী সংরক্ষণে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী হরিণ শিকার, হত্যা, পরিবহন বা বিক্রি দণ্ডনীয় অপরাধ। যার সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও জরিমানা।