চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী দক্ষিণপাড়া এলাকা থেকে গ্রেফতার হওয়া মাদককারবারী শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউপি’র বালিয়াদিঘী দক্ষিনপাড়া মোঃ গোলাম মোরশেদ এর ছেলে মোঃ সজিব ইকবাল (২১)। জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ৪ মার্চ সন্ধ্যায় শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী দক্ষিণপাড়া গ্রামের পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় মাদক কারবারী মোঃ সজিব ইকবাল এর কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।