চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে এক হাজার দুঃস্থ ও অসহায় জনগনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে নাচোল পৌর এলাকার বেগম মহশিন ফাজিল মাদরাসা চত্বরে খাদ্যসামগ্রী (চাল, ডাল, মুড়ি, চিনি, ছোলা, খেজুর ও আলু) বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতের সহকারী সেক্রটারি ইয়াহইয়া খালেদ। বিশেষ অতিথি জামায়াতের পৌর আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারী ইসমাইল হোসেনসহ পৌর ও উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।