নওগাঁয় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ উদ্যোগে ট্রাকসেলের মাধ্যমে সূলভ মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি। বুধবার (৫ মার্চ) সদর উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সংশ্লিষ্টরা বলেন, রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৪৫০ টাকা মূল্যের বিনিময়ে একটি প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মশুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি ছোলা বিক্রির উদ্যোগ গ্রহন করে টিসিবি। শুক্রবার ব্যতিত ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন নওগাঁ শহরে ৫ টি স্থানে ২ হাজার সাধারণ ভোক্তার মাঝে পণ্য বিক্রি করা হবে। এভাবে পর্যায়ক্রমে ২১ টি স্থানে পণ্য বিক্রি করা হবে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসন কঠোর ভাবে তদারকি করছে। উদ্বোধনকালে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।