1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
নির্বাচন করবে কি না-সিদ্ধান্ত আওয়ামীলীগকেই নিতে হবে-বিবিসিকে ইউনূস - দৈনিক চাঁপাই দর্পণ
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৫০টি পিলারের উপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন গুম কমিশনের মেয়াদ বাড়লো ৩ মাস গাইবান্ধা এলজিইডি প্রকৌশলীর জব্দকৃত ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক এক রহনপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাড়ি বাড়ি গিয়ে রহনপুরে পৌরসভার ভিজিএফের তালিকা যাচাই এ ইউএনও! গোবিন্দগঞ্জে মাদ্রাসা শিক্ষকের প্রাণ কেড়ে নিলো চলন্ত ট্রাক কিডজ কারাভান শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪ গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৬টি অবৈধ স্বর্ণের বারসহ এক যুবক আটক

নির্বাচন করবে কি না-সিদ্ধান্ত আওয়ামীলীগকেই নিতে হবে-বিবিসিকে ইউনূস

বিশেষ (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩৮ বার পঠিত

১৬ বছর ধরে দেশে ভয়ানক টর্নেডো চালানোর অভিযোগ

নির্বাচন করবে কি না-সিদ্ধান্ত আওয়ামীলীগকেই নিতে হবে-বিবিসিকে ইউনূস

আওয়ামীলীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এও বলেছেন, ভোটে কারা অংশ নিতে পারবে, সেই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দল এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নেবেন কি না তা এখনো স্পষ্ট নয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশে তার বিচারের প্রক্রিয়া চলছে। ঢাকায় সরকারি বাসভবন যমুনায় বসে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস বলেন, তারা এটা (ভোট) করতে চায় কি না, সেই সিদ্ধান্ত তাদেরকেই (আওয়ামীলীগ) নিতে হবে। তাদের সিদ্ধান্ত তো আমি নিতে পারি না। গত ৫ অগাস্ট আওয়ামীলীগ সরকার পতনের দুই দিন পরে শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যাত্রা করে। ইউনূস বলেন, শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং অর্থনীতি। ভেঙে চুরমার হয়েছে অর্থনীতি, বিধ্বস্ত অবস্থা। যেন ১৬ বছর ধরে কোনো ভয়ানক টর্নেডো চলছে এবং আমরা (বিধ্বস্ত) টুকরোগুলো জড়ো করার চেষ্টা করছি। বিবিসি লিখেছে, ২০০৯ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ‘লৌহমুষ্টিতে’ বাংলাদেশ শাসন করেন শেখ হাসিনা। তার আওয়ামী লীগ সরকারের সদস্যরা ভিন্নমতকে ‘নির্মমভাবে দমন করে’। প্রধানমন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হত্যা ও কারাগারে পাঠানোর ব্যাপক অভিযোগ ছিল। ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থান শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে। আন্দোলনকারীদের চাওয়া মত নতুন অন্তর্র্বতীকালীন সরকারের নেতৃত্ব দিতে বাংলাদেশে ফিরে আসেন ইউনূস। তিনি বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তার সরকার কত দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার করতে পারে তার ওপর নির্ভর করে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন করবেন। ইউনূস বলেন, আমাদের চাওয়া যদি দ্রুত সংস্কার করা যায়, তাহলে ডিসেম্বরেই আমাদের নির্বাচন হবে। আর যদি সংস্কার দীর্ঘতর হয়, তবে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে। বাংলাদেশে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের বিষয় নিয়ে তিনি বলেন, আমরা সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছিলাম। মানুষকে তারা গুলি করে হত্যা করেছে। কিন্তু প্রায় সাত মাস পেরোলেও ঢাকার মানুষ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় এখনো ফেরেনি, পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সেই প্রশ্নে তিনি বলেন, উন্নতি আসলে আপেক্ষিক বিষয়। উদাহরণ হিসেবে আপনি যদি গত বছরের সাথে তুলনা করেন তাহলে ঠিক আছে। এখন যা ঘটছে, তা অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা নয়।
শেখ হাসিনার পতনের পর যখন ইউনূসকে সরকারের দায়িত্ব নিতে বলা হয়, তখন তিনি ‘হতভম্ব’ হয়ে পড়েছিলেন। তিনি বিবিসিকে বলেন, সরকারের নেতৃত্ব দেওয়ার বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। আগে কখনো সরকার যন্ত্রের কোনো অংশ চালাইনি এবং সেই দায়িত্বই তখন কাঁধে এল। দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতি ঠিক করাই দেশের জন্য অগ্রাধিকার ছিল জানিয়ে ইউনূস বলেন, এসব ঠিক হওয়ার পরে আমরা সংগঠিতভাবে কাজ শুরু করি। বাংলাদেশের এখনকার বহু সংকটের জন্য আগের সরকারকে দুষছেন ইউনূস। আমি বলছি যে, হঠাৎ করে তৈরি করা একটি আদর্শ দেশ বা একটি আদর্শ শহর আমরা নই, এ বিষয়টি আপনাকে বিবেচনায় নিতে হবে। এটা সেই ধারাবাহিকতা-যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এই দেশটি বহু, বহু বছর ধরে এভাবে চলছে। বিবিসি বলেছে, এখন ইউনূস সরকারের সময়ে শেখ হাসিনার রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্তদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা ভাষণ দিতে আসছেন– এমন ঘোষণায় গত ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের অনেকের বাড়িঘরে ভাঙচুর হয়। এর মধ্যে শেখ হাসিনার বাবা প্রয়াত শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও রয়েছে।
আওয়ামীলীগ সোশাল মিডিয়ার পোস্টে অন্তর্র্বতী সরকারের বিরুদ্ধে ‘সহিংসতাকে বৈধতা দেওয়ার’ অভিযোগ তুলেছে। দলটি দাবি করছে, বাংলাদেশ তাদের জন্য ‘নিরাপদ নয়’।
এ বিষয়ে ইউনূস বিবিসিকে বলেন, আদালত রয়েছে, আইন রয়েছে, থানা রয়েছে- তারা সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারে, অভিযোগ নথিভুক্ত করতে পারে। কেবল বিবিসির সাংবাদিকের কাছে অভিযোগ করলেই হবে না, আপনাকে থানায় গিয়ে অভিযোগ জানাতে হবে এবং দেখুন আইন তার পথে রয়েছে কি না। ট্রাম্প প্রশাসনের বিদেশি সহায়তা কমানোর সিদ্ধান্ত এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নের প্রায় সব কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত বাংলাদেশের মত দেশগুলোর ওপর প্রভাব পড়ার বিষয়ে ইউনূস বলেন, এটা তাদের সিদ্ধান্ত। ওই সহায়তা যে কাজে লাগছিল, সে কথা তুলে ধরে তিনি বলেন, তারা যেটা করছিল, সেটা আমরাই করতে চেয়েছিলাম, যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। কিন্তু সেই সক্ষমতা তো আমাদের ছিল না। বাংলাদেশে সরকারি উন্নয়ন সহায়তায় তৃতীয় অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটি গত বছর ৪৫ কোটি ডলার বিদেশি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!