নতুন গঠন করা ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর তিন জন পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগকারীরা হলেন-যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের। তারা তিন জনই গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিন জনই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করার কথা লিখেছেন। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এরপর হানিফসহ নুরুল হকের গণঅধিকার পরিষদের অন্তত ২০ জন নেতাকর্মী নতুন দল এনসিপিতে যোগ দেন। এর এক সপ্তাহের মধ্যেই তাদের পদত্যাগের ঘোষণা এলো।