চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউসার আহমেদ সাগর কে ডেভিল হান্টের চলমান অভিযানে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিতরণকালে তাকে গোমস্তাপুর থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন।এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি মোঃ রইস উদ্দিন বলেন, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউসার আহমেদ সাগর কে ডেভিড হান্টের চলমান অভিযানে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, স্বৈরাচার আওয়ামীলীগের আমলে গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউসার আহমেদ সাগরের বিরুদ্ধে পুকুর দখল, টেন্ডার বাজি, বালু মহল দখল, বিভিন্ন সরকারি দপ্তরের চাঁদাবাজি, চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে কেন্দ্র দখল করা, জোরপূর্বক নিজেদের নেতা-কর্মীদের দিয়ে ভোট প্রদান করাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকারও নজির রয়েছে এ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।