আন্দোলন, সংগ্রাম, উন্নয়ন কর্মকান্ড, শ্রম বিনিয়োগসহ দেশ গঠনে উত্তরবঙ্গের যথেষ্ট ভূমিকা থাকলেও বারবার রাষ্ট ও সরকার পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে উত্তরবঙ্গকে অবহেলা করা হচ্ছে দাবি করে এরই প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীরা। মানববন্ধনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবিও তোলা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জের আহব্বায়ক আব্দুর রাহিম, সিনিয়র যুগ্ম আহব্বায়ক মাহিন খান,সদস্য সচিব সাব্বির হোসেন, মূখ্য সংগঠক মোত্তাসিন বিশ^াসসহ অন্যরা। বক্তরা বলেন, দেশের সকলকিছুই মূলত: ঢাকা কেন্দ্রীক। বিভিন্ন ক্ষেত্রে উত্তরবঙ্গের ভূমিকা থাকলেও সেটি উঠে আসে না। ২০২৪ এর আন্দোলনে উত্তরবঙ্গের ব্যপক ভূমিকা থাকলেও সরকার গঠনে তার প্রতিফলন নাই। অন্তবর্তী সরকারে উত্তরবঙ্গের উপদেষ্টা নাই। এছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারনী পদেও উত্তরবঙ্গের মেধাবী সন্তানরা উপেক্ষিত। স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ^বিদ্যালয়ের বড় ভূমিকা থাকলেও তা ফুটে ওঠেনি। উত্তরবঙ্গকে অবহেলা করে বৈষম্যহীন দেশ গঠন হবে না। বর্তমান সরকারকে বিষয়গুলো বারবার বলা হলেও তারা এখনও এ ব্যাপারে তেমন কোন কাজ করে নি। অবিলম্বে সরকারে উত্তরবঙ্গের উপদেষ্টা দাবি করেন বক্তরা। তাঁরা আরও বলেন, অন্যথায় আন্দোলন হবে। ঈদের পরে কর্মসূচী দেয়া হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ব্লকেড দেয়া হবে। ট্রেন স্বল্পতা সহ উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার দিকেও সরকারের দৃষ্টি আকর্ষন করেন ছাত্র নেতারা। তাঁরা চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গের জন্য আরও ট্রেন, জেলায় নতুন বিশ^বিদ্যালয়সহ স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়ন এরও দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।