সিলেটে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে। শুক্রবার রাত ১০টার দিকে সিলেট সদর উপজেলার বলাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ জানান। নিহতরা হলেন-বলাউড়া বাজার এলাকার কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুহেল আহমেদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল মালেক। স্থানীয়দের বরাতে ওসি মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, অটোরিক্সাটির সঙ্গে সিলেটগামী মামুন পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অটোরিকশার যাত্রী রুহেল ও মালেক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি বলেন, মরদেহ দুটি হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।