রাজশাহীতে ভোলাহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) রাজশাহী কলেজে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মোঃ ফাহাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ আমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জহুর আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহা: ইসতিয়াক আহমেদ (সার্জারী বিশেষজ্ঞ রাজশাহী মেডিকল কলেজ হাসপাতাল), রেজাউল করিম (রসায়নবিদ ও বিশিষ্ট সমাজসেবক), সম্মানিত প্রধান উপদেষ্টা মোহা: ওয়াহিদুজ্জামান টরিক, সম্মানিত উপদেষ্টা মন্ডলিগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। দোয়া ও ইফতার মাহফিলে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।