উত্তরাঞ্চলের কৃতি সন্তান বর্ষীয়ান রাজনীতিবিদ গাইবান্ধার ফুলছড়ী-সাঘাটার ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার বীরমুক্তিযোদ্ধা মরহুম এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি’র শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। পদুমশহর ইউনিয়নবাসির আয়োজনে সাঘাটা উপজেলার নয়াবন্দরে ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রয়াত ডেপুটি স্পীকারের জামাতা বিচারপতি খুরশিদ আলম সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মরহুম ফজলে রাব্বী মিয়া’র কন্যা, ফুলছড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, বড় মেয়ে ফারজানা রাব্বী রিপা, সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সেলিম পারভেজসহ পরিবারের সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা, মরহুম ফজলে রাব্বী মিয়া এমপি’র বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও তার বিদাহী আত্মার মাগফিরত কামনা করেন। আলোচনা শেষে মরহুমের আত্মা মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, ডেপুটি স্পীকার মরহুম এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি গত ২৩ জুন নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুরণ করেন।