নওগাঁর পোরশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। “দুর্যোগের পূর্বভাস প্রস্তুতি-বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যে সোমবার দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণমন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। এসময় ভূমিকম্প ও অগ্নি কান্ডে করণীয় বিষয়ে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু। এসময় সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিমসহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।