মাগুরায় শিশুসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকের বিচার করার জন্য ৬ মাস নির্ধারণ করা হয়েছে। ৬ মাস নয়, আগামী সাত দিনের মধ্যে আছিয়ার ধর্ষকদের বিচার করতে হবে। এছাড়া নারীদের নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করা হয় মানববন্ধন থেকে। অপরদিকে, সারাদেশে ধর্ষণের প্রতিবাদে মিছিল করেছে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।