দেশের তিনটি সরকারি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ মার্চ) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সংশোধনী অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) নতুন নাম হবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা এর খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ লক্ষে সংশ্লিষ্ট অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, একই নামের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ হাসিনা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে একাধিক প্রতিষ্ঠান থাকায় প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছিল। সেই কারণেই বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।