1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
রহনপুরে অবৈধভাবে বসানো মেলার তথ্য সংগ্রহে সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড জয়পুরহাটে সিন্ডিকেটের থাবা ॥ ৪৯ টাকার মুরগির বাচ্চা ৭৫ টাকায় বিক্রি চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত রোগীদের অর্থ সহায়তা চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরীর জন্য গানপাউডার মজুদ ॥ উদ্ধারসহ আটক এক জয়পুরহাটে জমে উঠেছে ৫’শ বছরের ঐহিত্যবাহী ঘোড়া মেলা চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই হওয়া মোটরসাইকেল-টাকা উদ্ধারসহ গ্রেফতার-২ গাজীপুরে গরুচোর সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা সারাদেশে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস ॥ নদীবন্দরে এক নম্বর সংকেত পাবনায় জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ইফতার

রহনপুরে অবৈধভাবে বসানো মেলার তথ্য সংগ্রহে সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৯১ বার পঠিত

রহনপুরে অবৈধভাবে বসানো মেলার তথ্য সংগ্রহে সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে জেলা পরিষদের ডাক বাংলোতে হস্তশিল্প মেলা বসানোকে কেন্দ্র করে অপ্রিতিকর ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের শুরুপনগর এলাকার সুলতানা নামের এক নারী রহনপুর ডাক বাংলোতে হস্তশিল্প মেলা বসানোর লক্ষ্যে কয়েকদিন থেকে প্রস্তুতি নিচ্ছিলেন এবং রহনপুর ডাক বাংলো চত্বরে স্টল বসানোর কাজ চলছিল। স্টলের পাশাপাশি নাগরদোলাসহ অন্যান্য খেলার সরঞ্জাম বসাতে দেখা গেছে।

জানা গেছে, জেলা পরিষদের কাছ থেকে ডাক বাংলো চত্বর ব্যবহারের অনুমতি নিয়েছেন তিনি। কিন্তু মেলার জন্য জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট থেকে কোন অনুমতি নেয়া হয়নি। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেলা না করতে মেলার উদ্যোক্তা সুলতানা’কে মৌখিকভাবে নিষেধ করে দেয়া হয়। কিন্তু সুলতানা তাঁদের কথায় কর্ণপাত না করে মেলার কাজ চালিয়ে যেতে থাকেন এবং উদ্বোধনের প্রস্তুতিও নেন। সোমবার দুপুরে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক ও এস.আই ফজলে বারী ডাক বাংলো চত্বরে এসে মেলা বন্ধ করতে সুলতানা ও স্টল মালিকদের নির্দেশ দেন। কিন্তু তাতে কর্ণপাত না করে সুলতানা কাজ চালিয়ে যান। এসময় সেখানে তথ্য সংগ্রহে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদসহ সাংবাদিকরা গেলে বাজে ব্যবহার করেন এবং সাংবাদিক সম্পর্কে অশ্লীল ভাষায় বাজে মন্তব্য করেন। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এর সাথে কথা হলে তিনি জানান, বর্তমানে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কোন ধরনের মেলা অনুষ্ঠান বসানোর অনুমতি দেয়া হয়নি। মেলা বন্ধ করতে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা খাতুন ও অফিসার ইনচার্জ আলমাস আলী সরকার ঘটনাস্থলে এসে মেলার উদ্যোক্তা সুলতানা’কে অনুমতি না পাওয়া পর্যন্ত মেলা বন্ধ করার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!