1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েও থাকছেনা, চাঁপাইনবাবগঞ্জে এমনদের তালিকা হচ্ছে - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড জয়পুরহাটে সিন্ডিকেটের থাবা ॥ ৪৯ টাকার মুরগির বাচ্চা ৭৫ টাকায় বিক্রি চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত রোগীদের অর্থ সহায়তা চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরীর জন্য গানপাউডার মজুদ ॥ উদ্ধারসহ আটক এক জয়পুরহাটে জমে উঠেছে ৫’শ বছরের ঐহিত্যবাহী ঘোড়া মেলা চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই হওয়া মোটরসাইকেল-টাকা উদ্ধারসহ গ্রেফতার-২ গাজীপুরে গরুচোর সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা সারাদেশে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস ॥ নদীবন্দরে এক নম্বর সংকেত পাবনায় জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ইফতার

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েও থাকছেনা, চাঁপাইনবাবগঞ্জে এমনদের তালিকা হচ্ছে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৬৯ বার পঠিত
Exif_JPEG_420

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েও থাকছেনা, চাঁপাইনবাবগঞ্জে এমনদের তালিকা হচ্ছে

মুজিববর্ষে চাঁপাইনবাবগঞ্জের ভূমিহীনদের প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পেয়েও যারা বসবাস করছেন না বা থাকছে না, এমন পরিবারের তালিকা করা হচ্ছে। আগষ্টের ১০ তারিখে এ তালিকা গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। আর যারা প্রকৃত ভূমি ও গৃহহীন ঘর পাইনি। তাদের নামে ওই ঘরগুলো নতুন করে বরাদ্দ দেওয়া হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কর্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব-উল-ইসলাম বলেন; মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর উপহার দিয়েছেন। এঘরগুলো পেয়ে তারা খুবই আনন্দিত। এখনও অনেক আশ্রয়ণ প্রকল্প আছে, যথা সময়ে বিদ্যুৎ সরবারহ না থাকায় ঘরে উঠছে না। অনেক পরিবার ঘর পাওয়ার পর, তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। তারা আর থাকছেনা। তাদের ঘর গুলো পতিত পড়ে আছে। সে ঘর গুলো আবারও যাচাই-বাছাইয়ের পর প্রকৃত গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা তৃর্ণমুলের সংবাদ সংগ্রহ করেন। আপনাদের কাছে যদি এমন কোন খবর থাকে, যে প্রকৃত ভূমিহীন। তার থাকার জায়গা নাই, তাদের নাম ঠিকানা আমাদের জানালে, যাচাই-বাছাই পরে ওইসব লোকদের ঘর দিয়ার ব্যবস্থা করা হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভাটি হয়। সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, সহাকরী কমিশনার আশিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!