চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায়-দুঃস্থ ৪২ পরিবারের মাঝে সেমিডিপ ও সাধারণ টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে ২৪টি সেমিডিপ ও ১৮টি সাধারণ টিউবওয়েল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, পৌর কাউন্সিলর আজম আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকী ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলারসহ অন্যরা।