১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্ব-পরিবারের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাজির হোসেন প্রধান গোবিন্দগঞ্জ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জিয়াউল হক, সঞ্চালনায় মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম পলাশ। আলোচনা শেষে এক বিশেষ মোনাজাত করা হয়।