স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। রহনপুর ৫৯ বিজিবির এক প্রেসনোটে জানানো হয়, ১৫ আগস্ট রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর তত্ত্বাবধানে ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে স্থানীয় ৫০ জন গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি তেল ও ২ কেজি আলু প্রদান করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি। উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ জুনিয়র কর্মকর্তাগণ। এছাড়াও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চামুচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে ২৪৮ জন স্থানীয় গরীব দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।