চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার পাগলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে ৮ টার দিকে উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর ইউনিয়নের জামতলা ব্রীজের নীচে পাগলা নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে নাম ঠিকানা এখনও জানা যায়নি এবং লাশটি অর্ধগলিত হওয়ায় বিকৃত হয়ে গেছে। ধারনা করা হচ্ছে নদীতে ভেসে ভারত থেকে লাশটি বাংলাদেশে এসেছে। ওসি আরও জানান, লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।