তৎকালিন বিএনপি জামায়াত জোট সরকারের আমলে সারাদেশে ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গিবাদি গোষ্ঠীর সিরিজ হামলার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের সঞ্চালনার অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলামসহ অন্যরা। কর্মসূচিতে উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।